Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

সমৃদ্ধ আগামীর পথেঃ সংযুক্তির মহাসড়ক বিনির্মাণে বিটিসিএল।


বিগত ১৪ বছরে বিটিসিএল এর উল্লেখযোগ্য অর্জন সমূহ:


- স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রথম সরকারী ইন্টারনেট টেলিফোন 'আলাপ' চালু করা হয়েছে যার গ্রাহকসংখ্যা ১২ লক্ষ ৫৭ হাজারে দাঁড়িয়েছে।

- মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও অন্যান্য সকল জনগুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্সে প্রয়োজনীয় নেটওয়ার্ক সেবা প্রদান।

- দেশের ৬৪ টি জেলায় ১২১৬ টি ইউনিয়নে ৪৭২টি উপজেলায় বিটিসিএল এর রয়েছে ৩৮,০০০ কি.মি. ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক।

- ১২১৬ টি ইউনিয়নে ডিজিটাল সেন্টারে ই-নাগরিক সেবা প্রদানের জন্য বিনা মাশুলে ৫ এমবিপিএস ইন্টারনেট সেবা প্রদান।

- ৪৩৮টি উপজেলা নির্বাচন কমিশন অফিসে অপটিক্যাল ফাইবার কানেকটিভিটি।

- বাংলাদেশ ব্যাংকের ১১ টি কার্যালয়ের মধ্যে সংযুক্তি।

- ১৫৪টি ই-পাসপোর্ট ও অন্যান্য পাসপোর্ট অফিসে ফাইবার ও ইন্টারনেট সংযুক্তি।

- দেশের সকল মোবাইল অপারেটরকে ১৪,০০০ কি.মি. এর অধিক অপটিক্যাল ফাইবার লিজ প্রদান।

- সারাদেশে ৫৯১ টি সরকারী কলেজ/বিশ্ববিদ্যালয়ে উচ্চগতির ইন্টারনেট সুবিধায় ওয়াই-ফাই জোন স্থাপন।

- ১৯০টি কমিউনিটি ভিশন সেন্টারে অপটিক্যাল ফাইবারভিত্তিক সংযোগ।

- ৩০,৩৫১ টি .bd ও.বাংলা ডোমেইন বরাদ্দ ও ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা।

- বিটিসিএল এর সকল সেবা আনলাইন ভিত্তিক করার জন্য মোবাইল আ্যপ টেলিসেবা ও ওয়েব পোর্টাল মাই বিটিসিএল চালু।

- ২৪/৭ কল সেন্টার ১৬৪০২ চালু।

- টেলিমেডিসিন ও ই-হেলথ সেবা পৌঁছে দিতে দেশের ৩৫৪ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় কানেকটিভিটি ও ব্যান্ডউইথ প্রদান।

- বেজা সমূহে টেলিকম সার্ভিস ও নেটওয়ার্ক গড়ে তোলা।

- বাংলাদেশ পুলিশ, পরিসংখ্যান ব্যুরোকে ফোর টায়ার ডাটা সেন্টার এ সংযুক্ত করন।

- এনভিআর, সিডিভিএলকে ১০জিবিপিএস ট্রান্সমিশন ডাটা প্রদান।

- মোবাইল অপারেটরদের আইআআইজি ব্যান্ডউইথ প্রদান।

- এনটিটিএন ভিপিএন সেবা প্রদান।

- বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর ডাটা ও ভয়েস নেটওয়ার্ক প্রদান।

- বিসিসি এর জন্য থ্রি টায়ার হতে ফোর টায়ার ডাটা সেন্টার এর সংযোগের জন্য ডিডব্লিউডিএম ট্রান্সমিশন নেটওয়ার্ক গড়ে তোলা ও সার্ভিস প্রদান।

- বাংলাদেশ পুলিশ এর জন্য ঢাকা-চট্টগ্রামের হাইওয়েতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের প্রয়োজনীয় অপটিক্যাল ফাইবার ও ডাটা সংযোগ প্রদান।

- বিটিসিএল ও পিজিসিবি এর ফাইবারের সমন্বয়ে সারাদেশে মাল্টিপল ১০০জি এনটিটিএন ট্রান্সমিশন নেটওয়ার্ক চালনা।

- প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ইকোনোমিক রিপোর্টার্স ফোরামে ফ্রি ওয়াই-ফাই জোন চালু।